Skip to main content

Posts

Showing posts from January, 2018

"মরিচিকা"

আজ যে নম্বরটিতে ফোন দিলে আমাকে পাওয়া যায়, তা একদিন আর যাবেনা। হয়তোবা ফোনটা অন্য কেউ ধরবে, নয়তোবা চিরতরে বন্ধ হয়ে যাবে। প্রতিদিনই তো এরকম কত নম্বরের পেছনে লুকিয়ে থাকা জীবন শেষ হয়ে যায়! সেদিন আমার প্রোফাইলের সবুজবাতিটা আর জ্বলবেনা, স্ট্যাটাসগুলো আর নিউসফিডে ভাসবেনা, নতুন করে আর কোনো কিছু পোষ্ট হবেনা, হয়তো আইডিটা আর ডিএক্টিভ করাও হবেনা। শখ করে কেনা জিনিস গুলোতে ধীরে ধীরে মরিচা ধরে যাবে, প্রতিদিনের জড়ানো কাজগুলো এবং ভালোবাসার সবকিছু থেকে একদিন হারিয়ে যাবো এই আমি!! এ জগতটা ক্ষণস্থায়ী,একদিন যেতেই হবে পৃথিবীর মায়া ছেড়ে, যেতে হবে প্রিয় মানুষ গুলোকে ছেড়ে, হয়তো সবকিছু ঠিক থাকবে, শুধু হারিয়ে যাবো আমি......! সময়ের সাথে সাথে সবাই ভুলে যাবে আমাকে, তবে কিছু কিছু মানুষের জীবনে সারাজীবন থেকে যাবো মরিচিকা হয়ে!©